দাউদের ট্যাবলেট এর নাম - দাউদের অ্যান্টিবায়োটিক ঔষধের নাম
সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। আশা করছি, আপনারা সকলেই ভালো আছেন। আমরা প্রায়
সকলেই জানি যে দাদ বা দাউদ এক ধরনের ছত্রাকজনিত (Fungal) অস্বস্তিকর
চর্মরোগ। এই রোগটি যেই ব্যক্তির হয় তার জীবন চুলকানিতে শেষ হয়ে যায়। এই রোগ থেকে
সকলেই মুক্তি পেতে চাই। তাই আমরা এই পোষ্টে আপনাদের সুবিধার্থে দাদ বা দাউদ
থেকে মুক্তি পাওয়ার জন্য দাউদের ট্যাবলেট এর নাম এবং দাউদের
এন্টিবায়োটিক ঔষধের নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
প্রিয় পাঠক, আপনি যদি দাউদের ট্যাবলেট এর নাম এবং দাউদের এন্টিবায়োটিক
ঔষধের নাম জেনে থাকেন, তাহলে এই সম্পূর্ণ পোস্টটি শেষ পর্যন্ত পড়তে
থাকুন। এছাড়াও এই পোস্টে আমরা দাউদের মলমের নাম, ক্রিমের নাম, দাউদের
সাবানের নাম এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করছি, আপনারা
জেনে উপকৃত হবেন।
পোষ্ট সূচিপত্রঃ
উপস্থাপনা
দাদ বা দাউদ এই ছত্রাকজনিত (fungal) অস্বস্তিকর চর্মরোগটির সাথে প্রায়
সকলেই পরিচিত। ছত্রাক হচ্ছে এক ধরনের অনুজীব যা কিনা মৃতজীবী অথবা পরজীবী
হিসেবে পরিচিত। যার দাদ বা দাউদ রোগটি হয় একমাত্র সেই ব্যক্তিই বোঝেন যে এই
রোগটি কত বিরক্তিকর।
দাউদের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিতে পারলে সহজেই এই রোগ থেকে মুক্তি
পাওয়া যায়। যারা দাউদের ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক ওষুধের নাম,
বিভিন্ন মলব ও ক্রিমের নাম সম্পর্কে জানেন না তাদের জন্য আজকের এই পোষ্টটি
অনেক জরুরি। তাই অবহেলা না করে সম্পূর্ণ পোষ্টটি মনযোগ সহকারে পড়ুন। তাহলে
চলুন, আর কথা না বাড়িয়ে দাদ আসলে কি সেই বিষয়ে সংক্ষেপে জেনে নিব।
দাদ বা দাউদ কি?
দাউদ হচ্ছে এক ধরনের ছত্রাক জনিত রোগ যা রিংওয়ার্ম (Ringworm),
ডার্মাটোফাইট (Dermatophytes) নামক ছত্রাক সংক্রমণের কারণে হয়ে থাকে।
সাধারণত রোগটি হলে আক্রান্ত স্থানে প্রচুর পরিমাণে চুলকাতে থাকে। এই
রোগটি মানবদেহের বিভিন্ন স্থানে হয়ে থাকে যেমন বগলে, নাভিতে, মাথায়, নখে,
শরীরের বিভিন্ন কুচকিতে ইত্যাদি। তবে এই রোগটি বেশিরভাগ শরীরের ভাজযুক্ত
স্থানে বেশি হয়।
এই রোগটি দেখতে গোলাকৃতির লালচে দানাযুক্ত হয়ে থাকে। এরকম চিকিৎসকের বা
বৈজ্ঞানিক ভাষায় টিনিয়া বলা হয়ে থাকে। বর্তমানে এই রোগটি প্রায়
বেশিরভাগ মানুষেরই হচ্ছে। এর একটি প্রাথমিক পর্যায়ে সীমিত আকারে দেখা দিল যদি
এর সঠিক সময়ে চিকিৎসাযর ব্যবস্থা না করা হয় তাহলে আস্তে আস্তে এর রোগটি
জটিলতা সৃষ্টি করতে পারে।
আর এই রোগটি একবার জটিল হয়ে গেলে সহজেই এই রোগ থেকে রেহাই পাওয়া যায় না।
তাই যদি দাউদের সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন থাকে তাহলে যত দ্রুত সম্ভব
চিকিৎসা গ্রহণ করবেন। এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের কাছে পরামর্শ নিতে
হবে। এবার চলুন, দাউদের দাউদের ট্যাবলেট এর নাম কি সেটি জেনে নেই।
দাউদের ট্যাবলেট এর নাম
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা দাউদের বিভিন্ন ট্যাবলেট বা
ক্যাপসুলের নাম গুগলের কাছে জানতে চাই। তাই নিম্নে আমরা
দাউদের কিছু ট্যাবলেটের নামগুলোর উল্লেখ করেছি। আপনারা যারা দাদ বা
দাউদের সমস্যয় ভুগছেন তারা ট্যাবলেটগুলো ব্যবহার করতে পারবেন। তবে
আমাদের ত্বক অনেক সেনসিটিভ হয়ে থাকে। তাই যেকোন ধরনের ঔষধ
ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ রইল। দাদ বা
দাউদের ট্যাবলেট গুলোর নাম হচ্ছে-
- Flugal
- Intracon
- Rainil
- Fluconazole
- Lucan-R
- Canazole
- Alatrol 10 mg
- Vori 200 mg Teblet
- Ring Guard 12 mg
- Fluconazole 50 mg
- Derma 50 mg Teblet
- Terbin 250 mg Tablet
- Derma 50 mg Teblet
- Itra 100 mg Capsule
- Phexin 500 mg Capsule
- Grisovin Fp 500 MG Tablet etc.
দাউদের এন্টিবায়োটিক ওষুধ
বর্তমান সময়ে ভারত ও বাংলাদেশে দাদ বা দাউদের বিভিন্ন ধরনের
অ্যান্টিবায়োটিক ঔষধ পাওয়া যায়।তবে এর মধ্যে কিছু অ্যান্টিবায়োটিক ঔষধ
রয়েছে যেগুলো অনেক কার্যকরী আবার কিছু রয়েছে খুব বেশি কার্যকরী
নয়। আপনারা যদি দাউদের মত অস্বস্তিকর সমস্যাই ভোগেন তাহলে নিচে দাউদের
কিছু অ্যান্টিবায়োটিক ওষুধের নাম দেওয়া হলো সেগুলো খেতে পারেন। দাউদের
অ্যান্টিবায়োটিক ওষুধের নাম হচ্ছে-
- অমোস্টিন (Amostine)
- ফ্লগাল (Flugal)
- কানামাইসিন (Kanamycin) - অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপ
- নেটিলমাইসিন (Netilmycin) - অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপ
- অ্যামিকাসিন (Amikacin) - অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপ
- প্যারোমোমাইসিন (Paromomycin) - অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপ
- হেরবিমাইসিন (Herbimycin) - অ্যানসামাইসিন গ্রুপ
- জেলডানামাইসিন (Geldanamycin) - অ্যানসামাইসিন গ্রুপ
- এরটাপেনেম (Ertapenem) - কার্বাপেনেম গ্রুপ
- মেরোপেনেম (Meropenem) - কার্বাপেনেম গ্রুপ
- ইমিপেনেম/সিলাস্টাটিন (Imipenem/Cilastatin) - কার্বাপেনেম গ্রুপ ইত্যাদি।
উল্লিখিত অ্যান্টিবায়োটিক ওষুধগুলোর মধ্যে যেকোন ওষুধ সেবন করার পূর্বে
অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে। এবার চলুন, দাউদের মলমের
নামগুলো জেনে নেওয়া যাক।
দাউদের মলমের নাম কি
দাদ বা দাউদ হচ্ছে এমন একটি রোগ যেটা খুবই অস্বস্তিকর ও বিরক্তিকর একটি
রোগ। এই রোগে একমাত্র আক্রান্ত ব্যক্তি বুঝতে পারেন দাউদ রোগের কি জ্বালা।
এজন্য দাউদ রোগ থেকে সকলেই মুক্তি পেতে চায়। দাউদের ক্ষেত্রে ওষুধের
চেয়ে মলম অনেক কার্যকরী। কেননা দাদ বা দাউদ রোগ শরীরের বাহ্যিক
অংশে হয়ে থাকে। বাজারে দাউদের বিভিন্ন ধরনের মলম পাওয়া যায়, তার
মধ্যে কিছু কার্যকরী মলমের নাম নিম্নে দেওয়া হল।
- Fungidal-HC
- Terbifin
- ফাঙ্গিডাল ক্রিম (Fungidal cream)
- পেভিসোন (Pevisone)
- টপিকাজোল প্লাস (Topicazole Plus)
- ক্লোট্রিমেজোল ক্রিম (Clotrimazole cream)
- লিউলিজল ক্রিম (Lulizol Cream)
- ফাঙ্গিট্যাক ক্রিম (Fungitac cream)
- ইবারকোনাজল ক্রিম (eberconazole cream)
- এন্টিফাঙ্গাল ক্রিম যেমন- (Clotrimazole, Miconazole, Terbinafine, Ketoconazole) ইত্যাদি।
উপরে দাদ বা দাউদের জন্য কিছু কার্যকারী মলমের নাম দেওয়া হয়েছে। যারা এই
রোগে আক্রান্ত রয়েছেন তারা এই মলম গুলো ব্যবহার করতে পারেন। এই মলম গুলো
ব্যবহারে খুব দ্রুত দাউদ থেকে রেহাই পাওয়া যাবে। তবে যেকোন ধরনের মলম
ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই চর্ম বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
দাউদের লোশনের নাম কি
বর্তমান সময়ে আমাদের দেশে অধিকাংশ মানুষ দাউদে আক্রান্ত হচ্ছে। এই রোগ
সাধারনত গরমে ঘামের কারণে বেশি দেখা যায়। এই দাউদ রোগটি আমাদের শরীরের
বিভিন্ন স্থানে হয়ে থাকে যেমন- বগলের নিচে, গলার নিচে, পায়ে,
নখে, পুরুষের উরুর ফাঁকে, মাতৃ স্ত*নে, স্বাস্থ্যবান মানুষের
চামড়ার ভাজে ইত্যাদি জায়গা গুলোতে হতে পারে।
দাউদ থেকে মুক্তি পেতে হলে এই রোগ জটিলতা সৃষ্টি হওয়ার আগে আমাদেরকে
সঠিক চিকিৎসা নিতে হবে। বিশেষজ্ঞ চিকিৎসকরা দাউদের জন্য কিছু লোশন ব্যবহার
করার পরামর্শ দিয়ে থাকেন। তাহলে দাউদের বিভিন্ন লোশনের নামগুলো জেনে
নেই।
- অক্সিফান লোশন (Oxyphan lotion)
- ক্লোট্রিমেজোল ক্রিম
- Clotrimazole (ক্লোট্রিমাজোল)
- Miconazole (মাইকোনাজোল)
- Terbinafine (টারবিনাফাইন)
- Ketoconazole (কেটোকোনাজোল) ইত্যাদি।
উপরে দাদ বা দাউদের জন্য কিছু কার্যকারী কিছু লোশনের নাম দেওয়া হয়েছে।
যারা এই রোগে আক্রান্ত রয়েছেন তারা এই লোশন গুলো ব্যবহার করতে পারেন। এই
লোশন ব্যবহারে দাউদ থেকে রেহাই পাওয়া যায়। তবে যেকোন ধরনের লোশন বা
মলম ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই চর্ম বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে
হবে।
দাউদের ক্রিম এর নাম ও দাম কত
আমাদের মধ্যে অনেকেই দাউদের ক্রিমের সঠিক দাম জানি না। দাউদের জন্য
যেহেতু চিকিৎসকরা বিভিন্ন ক্রিম ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন তাই
আমাদেরকে দাউদের ক্রিমের নাম ও দাম সম্পর্কে সঠিক দামগুলো জেনে রাখা
ভালো। তাই নিম্নে দাউদের ক্রিমের দাম উল্লেখ করা হলো-
- ইকোনাজল (৩২ টাকা)
- মাইকোনাজল (৫৫ টাকা)
- টারবিনাফি (৮০ টাকা)
- Fevisone (৫৫ টাকা)
- xfin 1% (৮০ টাকা)
- Afun (৩৫ টাকা)
- Mycofin 5/10 mg cream (৫০-৭০ টাকা)
দাউদের সাবানের নাম ও দাম কত
দাউদের জন্য ওষুধ, ক্রিম, মলমের পাশাপাশি চিকিৎসকরা সাবান ব্যবহার
করার পরামর্শ দিয়ে থাকে। দাউদের জন্য সেই সাবানগুলো অনেক
কার্যকরী। দাউদের জন্য যেহেতু চিকিৎসকরা সাবান বা শ্যাম্পু
ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন তাই আমাদেরকে দাউদের সাবান
বা শ্যাম্পুর সঠিক দামগুলো জেনে রাখা ভালো। আপনারা চাইলে দাউদের
সাবানের নাম ও দাম এক নজর দেখে নিতে পারেন।
- কিটোকোনাজল (Ketoconazole) 50gm - ৪৫০ টাকা
- লুলিকোনাজল (Luliconazole) 50 gm - ২৮০ টাকা
- ক্লোপিরোক্স (Clopirox) - ৩৫০ টাকা
- TETMOSOL - প্রায় ৯৭ টাকা
- ASSURE 75gm - ২০০ টাকা ইত্যাদি।
উপরের কিটোকোনাজল (Ketoconazole) সাধারণত এক ধরনের ধরনের
শ্যাম্পু। একটি শ্যাম্পু হিসেবে ব্যবহার করতে হয়। দাউদের ক্ষেত্রে
সচরাচর কোন সাবান ব্যবহার করা যায় না। চর্ম বিশেষজ্ঞ চিকিৎসকরা
সম্পূর্ণভাবে নিষেধ করে থাকে। কারন, আমরা সচরাচর যেগুলো সাবান শরীরে
ব্যবহার করি সেগুলো দাউদকালীন সময়ে ব্যবহার করলে এই রোগ
ছড়িয়ে যাবে।
যার ফলে এই রোগ আরো বেশি জটিলতা সৃষ্টি করবে। এজন্য চিকিৎসকরা এ ধরনের
শ্যাম্পু বা সাবান ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে। এগুলো
শ্যাম্পু অবশ্যই চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করতে হবে।
আশা করছি, দাউদের এই সম্পূর্ণ পোষ্টটি পড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ
তথ্য জানতে পেরে উপকৃত হবেন।
লেখকের শেষ মন্তব্য
পরিশেষে যে কথাটি না বললেই নয়, যেকোন ধরনের মলম বা ওষুধ ব্যবহারের আগে
অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দিতে হবে। প্রতিটি ক্ষেত্রে
সঠিক পথ অনুসরণ করলে সবসময় ভালো ফলাফল পাওয়া যায়। প্রিয় পাঠক, আমরা
ইতিমধ্যে দাউদের ট্যাবলেট এর নাম | দাউদের অ্যান্টিবায়োটিক ঔষধের নাম
সম্পর্কে বিস্তারিত ভাবে উপরে আলোচনা করেছি।
আশা করছি, আপনারা এতক্ষণে দাউদের ট্যাবলেট এর নাম, দাউদের
এন্টিবায়োটিক ওষুধ, এর দাম ইত্যাদি বিষয়গুলো জানতে ও বুঝতে পেরেছেন।
আপনি যদি সম্পূর্ণ পোষ্টে কোন বিষয়ে বুঝতে না পারেন, তাহলে অবশ্যই
কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তাহলে, আমরা আপনাকে সঠিক তথ্য দিয়ে
আপনাকে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করব।
দাউদের ট্যাবলেট এর নাম ও দাউদের এন্টিবায়োটিক ঔষধের নাম সম্পর্কে
আমাদের আজকের পোষ্টটি আপনার ভালো লেগে থাকলে শেয়ার করবেন। এতে অন্য
যারা দাউদের উল্লিখিত বিষয়গুলো জানেন না তারাও এই সম্পর্কে
বিস্তারিত তথ্য জানতে পারবেন। এধরণের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পেতে ও
অন্যান্য গুরুত্বপূর্ণ পোষ্ট পড়তে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।
ধন্যবাদ।
আমাদের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url