বাংলাদেশের সেরা ১০০টি ঔষধ কোম্পানি - ঔষধ কোম্পানিতে চাকরির সুবিধা
সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। আশা করছি, আপনারা সকলেই ভালো আছেন। আজকের পোষ্টে
আমরা আলোচনা করেছি বাংলাদেশের সেরা ১০০টি ঔষধ কোম্পানি ও ঔষধ কোম্পানিতে
চাকরির সুবিধা। বর্তমানে খুব সল্প সময়ের মধ্যে যে কোম্পানিগুলো ব্যাপক হারে
জনপ্রিয়তা পেয়েছে তার মধ্যে ঔষধ কোম্পানি অন্যতম। আপনারা অনেকেই বাংলাদেশের সেরা
ওষুধ কোম্পানির নাম ও ঔষধ কোম্পানিতে চাকরির সুবিধা সম্পর্কে জানতে চেয়েছেন।
তাই আজকে এই পোষ্টে এসকল বিষয়ে আলোচনা করেছি। এছাড়াও ওষুধ কোম্পানি সম্পর্কে
আরও অন্যেন্য টপিকে আলোচনা করব। তাই অবহেলা না করে শুরু থেকে শেষ পর্যন্ত
পড়তে থাকুন। তাহলে আসুন, পোষ্ট সূচিপত্রতে আজকের আলোচ্য বিষয়গুলো এজনজর দেখে
শুরু করা যাক।
পোষ্ট সূচিপত্রঃ
উপস্থাপনা
বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টর হচ্ছে অন্যতম উন্নত হাইটেক সেক্টর। যা
দেশের অর্থনীতিতে অবদান রেখেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ-১৯৮২ জারি
হওয়ার পর থেকে এ খাতের উন্নয়ন ত্বরান্বিত হয়। এই সেক্টরে কর্মরত
ফার্মাসিস্টদের পেশাদার জ্ঞান, চিন্তাভাবনা এবং উদ্ভাবনী ধারণাগুলি উন্নয়নের
মূল কারণ।
এ খাতের সাম্প্রতিক উন্নয়নের কারণে আমরা ইউরোপের বাজারসহ বিশ্ববাজারে ওষুধ
রপ্তানি করেছি। এই খাত স্থানীয় বাজারের মোট ওষুধের চাহিদার ৯৫% সরবরাহ করেছে।
রপ্তানি বাজার সম্প্রসারণের লক্ষ্যে নেতৃস্থানীয় ওষুধ কোম্পানিগুলো তাদের
ব্যবসা বৃদ্ধি করেছে। প্রতিনিয়ত হাই-টেক সরঞ্জাম এবং পেশাদারদের সাথে কয়েকটি
নতুন শিল্প প্রতিষ্ঠিত হয়েছে যা এই সেক্টরকে অনেক বেশি শক্তিশালী করতে সাহায্য
করবে।
বর্তমান বাংলাদেশে ৩০০ টির বেশী রেজিস্ট্রাট ফার্মসিটিক্যাল ঔষুধ কোম্পানি
রয়েছে। তার মধ্যে আবার কিছু ঔষুধ কোম্পানিকে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। তাহলে
চলুন, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা প্রথমে ঔষধ কোম্পানি কি কি পদে
চাকরি দেয় সেটি জেনে নিব।
ঔষধ কোম্পানি কি কি পদে চাকরি দেয়
ঔষধ কোম্পানিতে চাকরির সুবিধা তো জেনে নিলাম। এখন প্রশ্ন হচ্ছে ঔষধ কোম্পানি
কি কি পদে চাকরিদেয় বা কোম্পানির চাকরি মানেই বিক্রয় প্রতিনিধি
(Sales representative)। এক্ষেত্রে এক এক কোম্পানি সেই চাকরিজীবীকে আলাদাভাবে
আলাদা নামে বা পদে অভিহিত করে। বিভিন্ন চাকরির পদের নাম নিম্নে উল্লেখ করা
হলো-
- Sales representative
- Marketing Officer
- Medicine Promotion Officer
- Professional Service Officer
- Professional service provider
তবে এগুলো পদের কাজ হচ্ছে কোম্পানির ঔষধকে প্রচার করা অর্থাৎ মার্কেটিং
বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে পন্য বিক্রি করা। এবার আসুন, ঔষধ কোম্পানিতে
প্রতিনিধিদের কাজ কি হবে সেই বিষয়ে জেনে নিই।
ঔষধ কোম্পানিতে প্রতিনিধিদের কাজ কি
এ পর্যায়ে আমরা সংক্ষেপে জেনে নিব ওষুধ কোম্পানিতে প্রতিনিধিদের কাজ কি।
আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা বিভিন্ন ওষুধ কোম্পানিতে চাকরি করার
চিন্তা ভাবনা করছেন। তাদের মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে যে যারা ওষুধ
কোম্পানিগুলোতে যারা প্রতিনিধি রয়েছে তাদের মূল কাজ কি?
ওষুধ কোম্পানিগুলোতে যোগ দেওয়ার পরে প্রথম দিকে সেই প্রতিনিধিকে ৩-৪ মাস
মেয়াদে প্রশিক্ষণ কোর্সে ট্রেনিং করতে হয়। এ পর্যায়ে কোম্পানির বিভিন্ন
প্রোডাক্ট সম্পর্কে ধারণা দেওয়া হবে। তারপর মাঠ পর্যায়ে কাজে নামতে হয়।
সাধারণত প্রতিনিধিদের নির্দিষ্ট এলাকাভিত্তিক কাজ করতে হয়।
নির্দিষ্ট এলাকাভিত্তিক বিভিন্ন ডাক্তারদের সাথে সাক্ষাৎ করে তাদের চেম্বারে
বা অফিসে গিয়ে কোম্পানির ওষুধের গুনাগুন সম্পর্কে বিস্তারিত জানানোই হচ্ছে
তাদের মূল কাজ। এভাবে প্রতিদিনের কাজ কর্মকর্তাকে পরের দিন সকালে অফিসের
সংশ্লিষ্ট বিভাগে ঊর্ধ্বতন লেভেলের কর্মকর্তাকে সবকিছু কাজ বুঝিয়ে দিতে হয়।
আশা করছি, বিষয়টি বুঝতে পেরেছেন। এবার চলুন, বাংলাদেশের সেরা ১০০টি ঔষধ
কোম্পানির নাম জেনে নেই।
বাংলাদেশের সেরা ১০০টি ঔষধ কোম্পানি ২০২৪
বাংলাদেশে বেশ কিছু ঔষুধ কোম্পানি রয়েছে যেগুলো কোম্পানির ঔষধ বেশী কার্যকরী।
পিয় পাঠক, আমরা আপনাদের সুবিধার্থে সেরা ১০০টি ঔষধ কোম্পানির নাম নিচে উল্লেখ
করার চেষ্টা করেছি। আশা করছি, আপনারা জেনে উপকৃত হবে।
০১. এসিআই লি. (ACI Ltd.)
০২. অ্যামিকো ল্যাবরেটরিজ লি. (Amico Laboratories Ltd.)
০৩. আম্বি ফার্মাসিউটিক্যালস লি. (Ambee Pharmaceuticals Ltd.)
০৪. অ্যালকো ফার্মা লি. (Alco Pharma Ltd.)
০৫. একমি ল্যাবরেটরিজ লি. (Acme Laboratories Limited.)
০৬. অ্যাস্ট্রা বায়োফার্মাসিউটিক্যালস লি. (Astra Biopharmaceuticals
Limited)
০৭. অ্যারিস্টো ফার্মা লি. (Aristo Pharma Ltd.)
০৮. অ্যাপোলো ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরিজ লি. (Apollo Pharmaceutical
Laboratories Ltd)
০৯. অ্যামুলেট ফার্মাসিউটিক্যালস লি. (Amulet Pharmaceuticals Ltd.)
১০. অ্যাস্ট্রা বায়োফার্মাসিউটিক্যালস লি. (Astra Biopharmaceuticals
Limited)
১১. দেশ ফার্মাসিউটিক্যালস লি. (Desh Pharmaceuticals Ltd.)
১২. ডেল্টা ফার্মাসিউটিক্যালস লি. (Delta Pharmaceuticals Ltd.)
১৩. কসমিক ফার্মা লি. (Cosmic Pharma Ltd.)
১৪. কনকর্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Concord Pharmaceuticals Ltd.)
১৫. কেমিস্ট ল্যাব। লিমিটেড (Chemist Lab. Limited)
১৬. সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লি. (Central Pharmaceuticals Ltd.)
১৭. ব্রিস্টল ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Bristol Pharmaceuticals Ltd.)
১৮. বায়ো- ফার্মা ল্যাবরেটরিজ (Bio- Pharma Laboratories)
১৯. বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লি. (Beximco Pharmaceuticals Ltd.)
২০. বীকন ফার্মাসিউটিক্যালস লি. (Beacon Pharmaceuticals Ltd.)
২১. গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লি. (Gonoshasthaya Pharmaceuticals
Ltd.)
২২. গ্লোব ফার্মাসিউটিক্যালস লি. (Globe Pharmaceuticals Limited.)
২৩. জেনভিও ফার্মা লিমিটেড (Genvio Pharma Limited)
২৪. জেনারেল ফার্মাসিউটিক্যালস লি. (General Pharmaceuticals Ltd.)
২৫. এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লি. (Essential Drugs Company Ltd.)
২৬. এসকায়েফ বাংলাদেশ লি. (Eskayef Bangladesh Ltd.)
২৭. এলিক্সির ফার্মাসিউটিক্যালস লি. (Elixir Pharmaceuticals Ltd.)
২৮. ড্রাগ ইন্টারন্যাশনাল লি. (Drug International Ltd.)
২৯. ডাক্তার টিমস ফার্মাসিউটিক্যালস লি. (Doctor TIMS Pharmaceuticals
Ltd.)
৩০. ডক্টরস কেমিক্যাল ওয়ার্কস লি. (Doctor’s Chemical Works Ltd.)
৩১. মেডিকন ফার্মাসিউটিক্যালস লি. (Medicon Pharmaceuticals Ltd.)
৩২. লিব্রা ফার্মাসিউটিক্যালস লি. (Libra Pharmaceuticals Ltd.)
৩৩. ল্যাবেইড ফার্মা লি. (Labaid Pharma Ltd.)
৩৪. জুলফার বাংলাদেশ লি. (Julphar Bangladesh Ltd.)
৩৫. জ্যামস ফার্মাসিউটিক্যালস লি. (Jams Pharmaceuticals Ltd.)
৩৬. জেসন ফার্মা লি. (Jayson Pharma Ltd.)
৩৭. ইনোভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। (Innova Pharmaceuticals Ltd.)
৩৮. ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। (Incepta Pharmaceuticals.)
৩৯. ইবনে-সিনা ফার্মাসিউটিক্যালস লি. (Ibn-Sina Pharmaceuticals Ltd.)
৪০. হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লি. (Healthcare Pharmaceuticals
Ltd.)
৪১. হামদর্দ ল্যাব। (ওয়াকফ) লি. (Hamdard Lab. (Waqf) Ltd.)
৪২. নোভারটিস বাংলাদেশ লি. (Novartis Bangladesh Ltd.)
৪৩. নোভাস ফার্মাসিউটিক্যালস লি. (Novus Pharmaceuticals Ltd.)
৪৪. নভেলটা বেস্টওয়ে ফার্মাসিউটিক্যালস লি. (Novelta Bestway
Pharmaceuticals Ltd.)
৪৫. নিপ্রো জেএমআই ফার্মা (এনজেপি) লিমিটেড (NIPRO JMI Pharma (NJP)
Ltd.)
৪৬. নাভানা ফার্মা লি. (Navana Pharma Ltd.)
৪৭. মিস্টিক ফার্মাসিউটিক্যালস লি. (Mystic Pharmaceuticals Ltd.)
৪৮. মডার্ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Modern Pharmaceuticals Limited)
৪৯. মিল্লাত ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Millat Pharmaceuticals
Limited)
৫০. মেডিমেট ফার্মাসিউটিক্যালস লি. (Medimet Pharmaceuticals Ltd.)
৫১. প্যাসিফিক ফার্মাসিউটিক্যালস লি. (Pacific Pharmaceuticals Ltd.)
৫২. পিপলস ফার্মা লি. (People’s Pharma Ltd.)
৫৩. অয়েস্টার ফার্মা লি. (Oyster Pharma Ltd.)
৫৪. ওরিয়ন ফার্মা লি. (Orion Pharma Ltd.)
৫৫. অর্গানন (বাংলাদেশ) লি. (Organon (Bangladesh) Ltd.)
৫৬. অপসোনিন ফার্মা লিমিটেড (Opsonin Pharma Limited)
৫৭. ওয়ান ফার্মা লি. (One Pharma Ltd.)
৫৮. নুভিস্তা ফার্মা লিমিটেড (Nuvista Pharma Limited)
৫৯. নিপা ফার্মাসিউটিক্যালস লি. (Nipa Pharmaceuticals Ltd.)
৬০. গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড (GlaxoSmithKline
Bangladesh Ltd.)
৬১. সোমেটেক ফার্মা লি. (Somatec Pharma Ltd.)
৬২. এসএমসি লিমিটেড (SMC Ltd.)
৬৩. সুপ্রিম ফার্মাসিউটিক্যালস লি. (Supreme Pharmaceuticals Ltd.)
৬৪. সীমা ফার্মাসিউটিক্যালস লি (Seema Pharmaceuticals Ltd)
৬৫. সানোফি বাংলাদেশ (Sanofi Bangladesh)
৬৬. শরীফ ফার্মাসিউটিক্যালস লি. (Sharif Pharmaceuticals Ltd.)
৬৭. রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Rephco Pharmaceuticals Ltd.)
৬৮. রেনাটা লি. (Renata Ltd.)
৬৯. রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লি. (Radiant Pharmaceuticals Ltd.)
৭০. পপুলার ফার্মাসিউটিক্যালস লি. (Popular Pharmaceuticals Ltd.)
৭১. ফার্মাদেশ ল্যাবরেটরিজ লি. (Pharmadesh Laboratories Ltd.)
৭২. এপিসি ফার্মাসিউটিক্যালস লি. (APC Pharmaceuticals Ltd.)
৭৩. অ্যালবিয়ন ল্যাবরেটরিজ লি. (Albion Laboratories Limited)
৭৪. জিসকা ফার্মা লি. (Ziska Pharma Ltd.)
৭৫. ভেরিটাস ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Veritas Pharmaceuticals Ltd.)
৭৬. ইউনিমেড উনিহেলথ MFG. লিমিটেড (Unimed Unihealth MFG. Ltd.)
৭৭. হোয়াইট হর্স ফার্মা (The White Horse Pharma)
৭৮. টেকনো ড্রাগস লি. (Techno Drugs Ltd.)
৭৯. সান ফার্মা বাংলাদেশ লি. (Sun Pharma Bangladesh Ltd.)
৮০. স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি. (Square Pharmaceuticals Ltd.)
৮১. সোনার ল্যাবরেটরিজ লি. (Sonear Laboratories Ltd.)
৮২. জুয়েলিগ ফার্মা বাংলাদেশ লি. (Zuellig Pharma Bangladesh Limited)
৮৩. জেনিথ ফার্মাসিউটিক্যালস লি. (Zenith Pharmaceuticals Ltd.)
৮৪. সিলভা ফার্মাসিউটিক্যালস লি. (Silva Pharmaceuticals Ltd.)
৮৫. প্রাইম ফার্মাসিউটিক্যালস লি (Prime Pharmaceuticals Ltd)
৮৬. ফার্মাসিয়া লি. (Pharmasia Limited)
৮৭. কুমুদিনী ফার্মা লি. (Kumudini Pharma Ltd.)
৮৮. হাডসন ফার্মাসিউটিক্যালস লি. (Hudson Pharmaceuticals Ltd.)
৮৯. গ্লোবেক্স ফার্মাসিউটিক্যালস লি. (Globex Pharmaceuticals Ltd.)
৯০. গ্যাকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Gaco Pharmaceuticals Ltd.)
৯১. এশিয়াটিক ল্যাবরেটরিজ লি. (Asiatic Laboratories Ltd.)
৯২. সৃজন ফার্মাসিউটিক্যালস (ইউনানি) (Srijan Pharmaceuticals (Unani)
৯৩. রেডিসান ফার্মাসিউটিক্যালস (ইউএনএএনআই) লি. (ReadySun
Pharmaceuticals (UNANI) Ltd.)
৯৪. রসনা ফার্মাসিউটিক্যালস লি. (Rasna Pharmaceuticals ltd.)
৯৫. নিউলাইফ অ্যান্ড কোম্পানি লি. (Newlife & Company Ltd.)
৯৬. নেপচুন ল্যাবরেটরিজ লিমিটেড (Neptune Laboratories ltd.)
৯৭. আধুনিক হারবাল গ্রুপ (Modern Herbal Group)
৯৮. ডিপ-লেইড ফার্মাকো লি. (Deep-laid Pharmaco Ltd.)
৯৯. আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লি. (AL-Madina Pharmaceuticals Ltd.)
১০০. এডেক্স ফার্মাসিউটিক্যালস (ইউনানি) (Adex Pharmaceuticals (Unani))
বাতিল ওষুধ কোম্পানির নাম
কিছু ঔষধ কোম্পানি রয়েছে যারা মূলত মানসম্মত ঔষধ সরবরাহ করতে না পারার
কারনে তাদের কোম্পানি নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। নিম্নে কিছু নিষিদ্ধ ঔষধ
কোম্পানির নাম উল্লেখ করা হলো-
* বিকল্প ফার্মাসিউটিক্যাল লি. (Alternative Pharmaceutical Ltd.)
* বেঙ্গল ড্রাগস (Bengal Drugs)
* আলকাদ ল্যাবরেটরীজ লি. (Alkad Laboratories Ltd.)
* ফার্মিক ল্যাবরেটরীজ লি. (Pharmic Laboratories Ltd.)
* অরবিট ফার্মাসিউটিক্যাল লি. (Orbit Pharmaceutical Ltd.)
* ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল লি. (Indo Bangla Pharmaceutical Limited)
* বেঙ্গল ড্রাগস (Bengal Drugs)
* আলকাদ ল্যাবরেটরীজ লি. (Alkad Laboratories Ltd.)
* ফার্মিক ল্যাবরেটরীজ লি. (Pharmic Laboratories Ltd.)
* অরবিট ফার্মাসিউটিক্যাল লি. (Orbit Pharmaceutical Ltd.)
* ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল লি. (Indo Bangla Pharmaceutical Limited)
* পনিক্স কেমিক্যাল লি. (Ponix Pharmaceutical Ltd.)
* স্পার্ক ফার্মাসিউটিক্যাল (Spark Pharmaceuticals)
* ন্যাশনাল ড্রাগ (National Drug)
* টুডে ফার্মাসিউটিক্যাল লি. (Today Pharmaceutical Ltd.)
* ইউনিভাসেল ফার্মাসিউটিক্যাল লি. (Univercell Pharmaceutical Ltd.)
* স্টার ফার্মাসিউটিক্যাল লি.(Star Pharmaceutical Ltd.)
* রিড ফার্মাসিউটিক্যাল লি. (Reed Pharmaceutical Ltd.)
* মেডিকো ফার্মাসিউটিক্যাল লি. (Medico Pharmaceutical Ltd.)
* এভাট ফার্মাসিউটিক্যাল লি. (Evatt Pharmaceutical Ltd.)
* টুডে ফার্মাসিউটিক্যাল লি. (Today Pharmaceutical Ltd.)
* মেডিকো ফার্মাসিউটিক্যাল লি. (Medico Pharmaceutical Ltd.)
* এক্সিম ফার্মাসিউটিক্যাল লি. (Exim Pharmaceutical Ltd.)
* স্পার্ক ফার্মাসিউটিক্যাল (Spark Pharmaceuticals)
* ন্যাশনাল ড্রাগ (National Drug)
* টুডে ফার্মাসিউটিক্যাল লি. (Today Pharmaceutical Ltd.)
* ইউনিভাসেল ফার্মাসিউটিক্যাল লি. (Univercell Pharmaceutical Ltd.)
* স্টার ফার্মাসিউটিক্যাল লি.(Star Pharmaceutical Ltd.)
* রিড ফার্মাসিউটিক্যাল লি. (Reed Pharmaceutical Ltd.)
* মেডিকো ফার্মাসিউটিক্যাল লি. (Medico Pharmaceutical Ltd.)
* এভাট ফার্মাসিউটিক্যাল লি. (Evatt Pharmaceutical Ltd.)
* টুডে ফার্মাসিউটিক্যাল লি. (Today Pharmaceutical Ltd.)
* মেডিকো ফার্মাসিউটিক্যাল লি. (Medico Pharmaceutical Ltd.)
* এক্সিম ফার্মাসিউটিক্যাল লি. (Exim Pharmaceutical Ltd.)
উপরের এ কয়েকটি কোম্পানি গুলোর লাইসেন্স নিষিদ্ধ ঘোষনা দেওয়া
হয়েছে। ভেজাল ও নিম্নমানের ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে
সেই কোম্পানি পেনাল্টি দিয়েছেন পরিবার কল্যাণ মন্ত্রণালয়। পরিবার কল্যান
মন্ত্রানালয় সংসদীয় স্থায়ী কমিটির ৫ সদস্যের একটি বিশেষজ্ঞ তদন্ত
কমিটি গঠন করে উৎপাদনকারী প্রতিষ্ঠান ভিজিট করে প্রায় ৮৫টির অধিক মেডিসিন
কোম্পানিকে বাতিল বলে ঘোষনা দেয়া হয়েছে।
ঔষধ কোম্পানিতে চাকরির সুবিধা
ঔষধ কোম্পানিগুলোতে চাকরি করার প্রায় অধিকাংশ মানুষেরই আগ্রহ থাকে।
বর্তমানে বাংলাদেশে ঔষধ কোম্পানির জনপ্রিয়তা অনেক বেশি। ঔষধ
কোম্পানিগুলো যোগ্য ও দক্ষ জনবল নিয়োগের প্রচেষ্টা চালাচ্ছে যার ফলে
বর্তমান যুব সমাজের অত্যন্ত আগ্রহমূলক প্রতিষ্ঠান হয়েছে। কারণ ঔষধ
কোম্পানিতে চাকরি করলে বেতন প্লাস সাইড ইনকাম সহ আরো নানান ধরনের সুযোগ
সুবিধা রয়েছে।
এজন্য বর্তমানে ঔষধ কোম্পানির চাকরি সম্মানজনক পেশা হিসেবে স্বীকৃতি
পেয়েছে। আবার ঔষধ কোম্পানিতে চাকরি করলে বেতন সর্বনিম্ন ১০
হাজার থেকে শুরু সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন হয়ে থাকে। এজন্য
অনেকেরই ঔষধ কোম্পানিগুলোতে কাজ করার ইচ্ছাটা প্রতিনিয়ত বেশ ভালো বৃদ্ধি
পাচ্ছে। আশা করছি, সুবিধাগুলো জানতে ও বুঝতে পেরেছেন।
ঔষধ কোম্পানিতে চাকরির জন্য যোগ্যতা
ঔষধ কোম্পানিতে চাকরি করতে হলে যোগ্যতা থাকা বাধ্যতামূলক। এক্ষেত্রে
আপনার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ধৈর্য্যধারণের ক্ষমতা থাকাটা জরুরি।
কারণ, বেশিরভাগ ঔষধ কোম্পানি প্রতিটা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করে
যে শুন্যপদ সমূহে অ্যাপ্লিকেশনের জন্য আগ্রহী প্রার্থীকে অবশ্যই ডিগ্রি
অনার্স কিংবা মাস্টার্স পাস হতে হবে।
তবে জেনে রাখা ভালো যে মাদ্রাসা পর্যায়ে ছাত্রদের ওষুধ
কোম্পানিতে চাকরি দেয়া হয় না। বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের এই
ওষুধ কোম্পানিগুলোতে চাকরি প্রদান করে। এছাড়াও মানবিক বিভাগের
শিক্ষার্থীদের কেউ কোম্পানিতে চাকরি দেওয়া হয়। এবার চলুন, ঔষধ
কোম্পানিতে চাকরির বেতন কত হয়? সেই বিষয়ে সংক্ষেপে জেনে নেই।
ঔষধ কোম্পানিতে চাকরির বেতন কত হয়?
ঔষধ কোম্পানিতে কর্মকর্তাদের বেতন প্রথম স্কেলে সর্বনিম্ন ১৫০০০ টাকা
থেকে শুরু করে সর্বোচ্চ ৪০ হাজার পর্যন্ত দেওয়া হয়। এছাড়াও
TADA/TDA সুবিধাও রয়েছে। তবে উচ্চ পদের কর্মকর্তাদের (Senior
Officer) বেতন চেয়ে বেশী হয়। প্রথমদিক থেকে চাকরি শুরু করার সময় বেতন
হয় ১৫০০০ হাজার দিয়ে শুরু। পরবর্তীতে কাজের উপর ভিত্তি করে ধীরে
ধীরে বেতন বাড়তে থাকে।
কোন কোম্পানির ঔষধ সবচেয়ে ভালো?
কোন কোম্পানির ঔষধ সবচেয়ে ভালো? আমাদের মাঝে অনেকেই রয়েছেন যারা এই
বিষয়ে সবচেয়ে বেশি জানতে চায় বা প্রশ্ন করে থাকে। এই প্রশ্নের উত্তর
হচ্ছে বর্তমান বাংলাদেশের সবচেয়ে কোন ভালো ওষুধ কোম্পানির নাম
হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
এই কোম্পানি ওষুধ উৎপাদনগত দিক থেকে অনেক ভালো ও সুনামধন্য। কিন্তু
অন্যান্য কোম্পানির ঔষধগুলো যে খারাপ সেটা সঠিক নয়। চিকিৎসার
ক্ষেত্রে প্রায় সব কোম্পানির ওষুধ ভালো বলা চলে। আশা করছি, বুঝতে
পেরেছেন। এবার চলুন, ঔষধ কোম্পানিগুলোতে চাকরির ভাইবাতে যেসকল প্রশ্ন
করা হয় সেগুলো জেনে রাখুন।
ঔষধ কোম্পানিতে চাকরির ভাইবা সংশ্লিষ্ট যাবতীয় প্রশ্ন
কিছু কিছু ঔষধ কোম্পানিগুলোতে লিখিত পরিক্ষা হয় আবার কিছু
কোম্পানিতে ভাইবা দেওয়ার মাধ্যমে বাছাই করা হয়। তবে এই
কোম্পানিতে ভাইবা দিতে গেলে আপনাকে কিছু প্রশ্ন করা হবে। তবে
জেনে রাখা ভালো ওষুধ কোম্পানিতে চাকরির ভাইবাতে ওষুধ সংশ্লিষ্ট
কোনো প্রশ্ন করে থাকে না। ট্রেনিং এর সময় তো আপনি
ওষুধ সম্পর্কে জানতেই পারবেন। তাই তারা ভাইবাতে ওষুধ
সংশ্লিষ্ট কোনো প্রশ্ন করেন না। তারা প্রাথমিক লেভেলের
প্রশ্ন করেন সেগুলো হচ্ছে-
- আপনার পুরো নাম কি?
- আপনি কোথায় থেকে এসেছেন?
- আপনি এই কোম্পানির নাম কোথায় বা কার কাছে শুনেছেন?
- আপনি এই কোম্পানিতে চাকরির জন্য কতটুকু আগ্রহী?
- আপনি অবিবাহিত নাকি বিবাহিত?
- আপনি কেন চাকরি করতে চাচ্ছেন?
- আপনার পিতা কি করেন, বাসায় কে কে আছেন ইত্যাদি এমন আরও আপনার লাইফস্টাইল সম্পর্কে প্রশ্ন করা হবে।
প্রিয় পাঠক, ভাইবার প্রশ্নগুলো অনেক সহজ হয়। আপনার যদি
শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আপনি সহজেই চাকরি পেয়ে যাবেন বলে
আশা করছি। শুধু ভাইবাতে আপনার মাথা ঠান্ডা রাখতে হবে। এর
পাশাপাশি তাদেরকে বোঝাতে হবে যে আপনি এই চাকরি করার জন্য
বেশ আগ্রহী এবং ধৈর্যশীল।
ঔষধ সম্পর্কিত সাধারন জিজ্ঞাসা (_FAQ_)
প্রশ্নঃ ফার্মা কয় প্রকার?
উত্তরঃ ফার্মা সাধারনত ৫ প্রকার।
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে সেরা ঔষধ কোম্পানি কোনটি?
উত্তরঃ বাংলাদেশের সবচেয়ে সেরা ঔষধ কোম্পানি হচ্ছে
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Beximco
Pharmaceuticals Ltd.)
প্রশ্নঃ বাংলাদেশে মোট ঔষধ কোম্পানি রয়েছে?
উত্তরঃ বাংলদেশে প্রায় ৩০০+ ঔষধ কোম্পানি
রয়েছে। ৩০০টি ঔষধ কোম্পানির মধ্যে উপরে সেরা ১০০টি কোম্পানির
নাম দেওয়া হয়েছে।
প্রশ্নঃ কোন দেশ ঔষধ রপ্তানিতে শীর্ষে রয়েছে?
উত্তরঃ ঔষধ রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে মিয়ানমার।
এরপরে রয়েছে, ফিলিপাইন শ্রীলংকা, ভারত এবং যুক্তরাষ্ট্র।
প্রশ্নঃ ভারত থেকে কোন ঔষধ অনেক রপ্তানি হয়?
উত্তরঃ ভারত থেকে যেগুলো ওষুধ বেশি রপ্তানি হয় সেগুলো
হচ্ছে বিসিজি, ডিপিটি, এবং হামের ভ্যাকসিন ।
প্রশ্নঃ কতগুলো ঔষধ বাজার থেকে অপসরন করা হয়েছে?
উত্তরঃ ১৯৫৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত সারা বিশ্বব্যাপী
বাজার থেকে ৪৬২টি ওষুধ প্রত্যাহার করা হয়েছে।
প্রশ্নঃ ঔষধ কত ধরণের হয়ে থাকে?
উত্তরঃ ঔষধ সাধারনত ১৩ ধরণের হয়ে থাকে। এগুলোর নাম
নিচে উল্লেখ করা হলো-
- অ্যান্টিবায়োটিক (Antibiotics)
- অ্যান্টিফাঙ্গাল (Antifungal)
- প্রোবায়োটিক (Probiotics)
- প্রিবায়োটিক (Prebiotics)
- অ্যান্টিলেপ্রোটিকস (Antileprotics)
- অ্যান্টিটিউবারকুলাস ড্রাগস (Antituberculosis drugs)
- অ্যান্টিম্যালেরিয়ালস (Antimalarials)
- অ্যানথেলমিন্টিক্স (Anthelmintics)
- অ্যামিবিসাইডস (Amoebicides)
- অ্যান্টিভাইরাল (Antiviral)
- অ্যান্টিপ্রোটোজোয়ালস (Antiprotozoals)
- অ্যান্টিটক্সিন এবং অ্যান্টিভেনম (Antitoxin and Antivenom)
লেখকের শেষ মন্তব্য
আশা করছি, আপনারা এতক্ষণে বাংলাদেশের সেরা ১০০টি ঔষধ
কোম্পানির নাম এবং ঔষধ কোম্পানিতে চাকরির সুবিধা জানতে ও
বুঝতে পেরেছেন। আপনি যদি সম্পূর্ণ পোষ্টে কোন বিষয়ে বুঝতে
না পারেন, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।
তাহলে, আমরা আপনাকে সঠিক তথ্য দিয়ে আপনাকে সাহায্য করার
সর্বোচ্চ চেষ্টা করব।
বাংলাদেশের সেরা ১০০টি ঔষধ কোম্পানি নাম সম্পর্কে আমাদের
আজকের পোষ্টটি আপনার ভালো লেগে থাকলে শেয়ার করবেন। এতে অন্য
যারা ঔষধ কোম্পানি উল্লিখিত বিষয়গুলো জানেন না তারাও এই
সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এধরণের স্বাস্থ্য
সম্পর্কিত তথ্য পেতে ও অন্যান্য গুরুত্বপূর্ণ পোষ্ট পড়তে
আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ।
আমাদের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url